পান্নাকে শ্বাসরোধ করে হত্যা, লাশ পড়ে ছিল সুপারি বাগানে
ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ভারতের পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির।
ভারতের মেঘালয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পান্নাকে মেঘালয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেটা বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। পুলিশ সূত্র বলছে, তার পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভোই গ্রামের একটি সুপারিবাগানের মধ্যে আধা পচা মৃতদেহ পায় পুলিশ। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। তার সঙ্গে পাসপোর্ট ছিল যা থেকে লাশ শনাক্ত করা হয়েছে বলে সূত্র জানায়।
সূত্র বলছে, পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালে ঘর্ষণ এবং ক্ষত ছিল। পান্না বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।