Logo
Logo
×

সংবাদ

সব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৮:২৫ পিএম

সব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন

২০১০ সালের ১ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান,  ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক মিজ্ নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।

কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, এসবি, ডিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ডসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়ার ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে এই তদন্ত কমিশন গঠন করা হলো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন