Logo
Logo
×

সংবাদ

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন জামিনে মুক্ত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন জামিনে মুক্ত

মুফতি জসীম উদ্দিন রাহমানী। ছবি: সংগৃহীত

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার সাজাপ্তাপ্ত আসামি। 

আজ সোমবার (২৬ আগস্ট) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সোয়া ১১টার দিকে ছাড়া পান রাহমানী।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রেজাউল করীম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা পল্লবী থানায় মামলা করেন।

রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ মোট চারটি মামলা হয়। এগুলোর ভেতর দুটি মামলা চলছিল।

ডেপুটি জেলার রেজাউল করীম বলেন, ৎ চলমান সবগুলো মামলায় জামিন পেয়েছেন রাহমানী। জামিনের কাগজ-পত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন