আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ
গুরুতর আহত হয়ে ঢামেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১২:১১ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
এদিকে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যায়। এর আগে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা। রাত ৯টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যায় আনসার সদস্যরা।