Logo
Logo
×

সংবাদ

জাতির উদ্দেশে ড. ইউনূস

প্রত্যাশা পূরণে সহযোগিতা ও সময় দিতে হবে আমাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম

প্রত্যাশা পূরণে সহযোগিতা ও সময় দিতে হবে আমাদের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অনুধাবন করছি আমাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সহযোগিতা ও সময় দিতে হবে আমাদের। নিশ্চয় আপনাদের মনে আছে, আমাদের সরকার যখন দায়িত্ব নেই তখন আইনশৃঙ্খলাবাহিনীর পরিস্থিতি ভালো ছিল না। এটা অল্প সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। 

ড. ইউনূস আরও বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ- কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।

তিনি বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন