Logo
Logo
×

সংবাদ

জাতীয়করণে কমিটি গঠনের পর আনসারদের বিক্ষোভ স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

জাতীয়করণে কমিটি গঠনের পর আনসারদের বিক্ষোভ স্থগিত

আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন। আজ রবিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের তিন নম্বর গেট দিয়ে ‌সচিবালয়ে ঢুকে পড়েন। তারা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। এর আগে অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়।

আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। আন্দোলনকারী আনসাররা দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেনর।

পরে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসারদের চাকরি জাতীয়করণে কমিটি গঠন করার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সমন্বয়ক নাসির মিয়া। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন