Logo
Logo
×

সংবাদ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১৩১ বঞ্চিত কর্মকর্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১৩১ বঞ্চিত কর্মকর্তা

রাজনৈতিক কারণে শেখ হাসিনা সরকারের আমলে বঞ্চিত বিসিএসের বিভিন্ন ব্যাচের ১৩১ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

ওই প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাচমেটদের পদোন্নতির তারিখ ধরে ভূতাপেক্ষ পদোন্নতির কথা উল্লেখ রয়েছে। পদোন্নতির তারিখ থেকেই তাঁরা সরকারের আর্থিক সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে। 

আওয়ামী শাসনামলের গত ১৬ বছরে শুধু রাজনৈতিক কারণে প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হয়েছেন কয়েক শ কর্মকর্তা। নামের সঙ্গে গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে ‘নেগেটিভ’ উল্লেখ থাকায় তাঁদের বঞ্চিত করা হয়। অনেককে বছরের পর বছর ওএসডি থাকতে হয়েছে, অথবা গুরুত্বহীন পদে ফেলে রাখা হয়েছে। অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। 

৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট সচিবালয়ে বৈঠক করেন পদোন্নতিবঞ্চিত অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী। সভায় জ্যেষ্ঠতাসহ ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানান তাঁরা। 

এরপর তাঁরা প্রশাসনে কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের ব্যাচভিত্তিক তালিকা তৈরি করে পদোন্নতির জন্য সচিবের দপ্তরে জমা দেন। গত দুই সপ্তাহে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। আজ আরও ১৩১ জনেকে পদোন্নতি দেওয়া হলো। এনিয়ে পদোন্নতি পেলেন ৩৭১ জন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন