Logo
Logo
×

সংবাদ

৪৪ বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক

বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম

বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

ড. ইউনূস

বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি দেখা দিতে পারে। আর সেই ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শনিবার (২৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এদিন বন্যাদুর্গত এলাকায় সক্রিয় ৪৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কাজ করা হবে। বৈঠকে ড. ইউনূস বন্যাদুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালু করারও নির্দেশ দেন।

বৈঠকে কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায়, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়।

এর আগে, বন্যায় যেসব এনজিও, সংস্থা ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ঘনিষ্ঠভাবে কাজ করছে, তাদের নেতৃবৃন্দের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস আলোচনায় বসবেন বলে জানিয়েছিল প্রেস উইং।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন