Logo
Logo
×

সংবাদ

ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানির বিষয়ে ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করছে ডিএমপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানির বিষয়ে ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করছে ডিএমপি

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনার’স মিট দ্য প্রেসে কথা বলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যম ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রী-উপদেষ্টাসহ যেসব ভিআইপি আন্দোলনের বিরুদ্ধে নানাভাবে উসকানি দিয়েছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব নেতা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনার’স মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ইতিমধ্যে কিছু ভিআইপিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাঁরা অর্থ, পরামর্শ ও বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন—এসব বিষয় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

মো. মাইনুল হাসান বলেন, কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তার কারণে দুর্ঘটনা ঘটেছে। যেসব পুলিশ কর্মকর্তার নির্দেশ পালন করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। সেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে মো. মাইনুল হাসান বলেন, ‘ইতিমধ্যে কিছু পুলিশের নামে মামলা রুজু হয়েছে। আইনগত ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া। তুলনামূলক সময় লাগতে পারে। বিভাগীয় ব্যবস্থার বিষয়টি চলমান।’ 

বিশেষ কয়েকটি জেলার পুলিশ সদস্যরা ডিএমপিতে গুরুত্বপূর্ণ চেয়ারে ছিলেন। আপনার দায়িত্ব পালনকালে এসব বিশেষ জেলার কর্মকর্তাদের পদায়ন হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি এ বিষয়ে একমত নই। পুলিশ বাহিনীর সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। কে কোন জেলা থেকে এল, তা বিবেচনার বিষয় নয়। আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে। যেখানে সব পুলিশ সদস্যের কাজ হবে পেশাদারি।

পুলিশে দুর্নীতি রোধে আপনি কী ব্যবস্থা নেবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা চাই পেশাদার পুলিশ বাহিনী তৈরি হোক; যেখানে কোনো দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের স্থান থাকবে না।’ 

আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন। সেসব অস্ত্রের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অনেকের লাইসেন্সকৃত অস্ত্র যেমন ব্যবহার হয়েছিল, আবার অবৈধ অস্ত্রও ব্যবহার হয়েছিল।’ 

মো. মাইনুল হাসান বলেন, বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন