Logo
Logo
×

সংবাদ

কুমিল্লা

বন্যা পরিস্থিতির অবনতি, ৭ লাখ মানুষ পানিবন্দি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

বন্যা পরিস্থিতির অবনতি, ৭ লাখ মানুষ পানিবন্দি

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার সাত লাখের বেশি মানুষ।

এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধার কর্মীরা শুকনো খাবারসহ অন্যান্য সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছার চেষ্টা করছে। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় ত্রাণ পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

এদিক গেল ২৪ ঘণ্টায় গোমতী নদীর পানি ৮০ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার উপরে রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্র জানায়, কুমিল্লায় ৭২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

এদিকে দুর্গত মানুষের জন্য ৩৪০ টন চাল ও নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত ২২৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন