Logo
Logo
×

সংবাদ

কাল থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:১১ এএম

কাল থেকে চলবে মেট্রোরেল

কোটা আন্দোলনের ধারাবাহিকতায় হামলায় স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সহিংসতার আশঙ্কায় বন্ধ মেট্রোরেল অবশেষে খুলছে। আগামী কাল রবিবার চালু হবে বলে শুক্রবার (২৩ আগস্ট) জানিয়েছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।

তিনি বলেন, রবিবার থেকে মেট্রোরেল চালু হবে। তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনে আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে থামবে না। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন