Logo
Logo
×

সংবাদ

ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১১:৪৭ পিএম

ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক

বিজিবির সদস্যদের সঙ্গে আটক বিচারপতি মানিক।

ভারতে পালানোর সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ শুক্রবার (২৩ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। এর আগে বিচারপতি মানিক সীমান্ত এলাকার এক জায়গায় কলাপাতার ওপর কাদা মিশ্রিত অবস্থায় শুয়ে একজনের সঙ্গে সীমান্ত পারাপার নিয়ে কথা বলছেন তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সীমান্ত পার হওয়ার জন্য তিনি টাকা দিতে চাচ্ছেন এমনটাই মনে হচ্ছে। কারণ তাকে বলতে শোনা যায়, এত কষ্ট করে এখানে আসছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য! 

এদিকে তার আটকের ব্যাপারে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথমে জানান, জকিগঞ্জ সীমান্তে আজ শুক্রবার রাতে একজন ব্যক্তি আটক হয়েছেন। তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিনা সেটা এখন নিশ্চিত হওয়া যায়নি।  আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

পরবর্তীতে বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়, জকিগঞ্জ সীমান্তে আটক হওয়া ব্যক্তি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন