বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিলো সেনাবাহিনী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়।
আজ শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আজ দুপুরে সাংবাদিকদের জানানো হয়েছে, এখন পর্যন্ত বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনিতে ১ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়াও চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি রয়েছে প্রায় ৯ লাখ মানুষ।