Logo
Logo
×

সংবাদ

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৫৯ এএম

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে একটি ওষুধ উৎপাদন কারখানায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

জেলার পুলিশ সুপার এম দীপিকা রয়টার্সকে বলেছেন, বুধবার গভীর রাতে রাজ্যের আনাকাপল্লী জেলায় বেসরকারি এসসিয়েন্টিয়া অ্যাডভান্সড সায়েন্স নামে ৪০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই কারখানায় বিস্ফোরণে আগুন ধরে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে।

জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণান বলেছেন, ‘মনে করা হচ্ছে রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণ হয়েছে।’  রাজ্য সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

স্থানীয় রাজনীতিবিদ এল শ্রীনিবাস রাও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ‘যে শ্রমিকরা মারা গেছেন বা আহত হয়েছেন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক কাজ করেন।’

আনাকাপল্লীর আচুতাপুরম থানার একজন কর্মকর্তা সংবাদপত্রকে বলেছেন, যারা আহত বা নিহত হয়েছেন তারা ব্যাপক রাসায়নিক পোড়ার শিকার হয়েছেন। বিস্ফোরণের ফলে তাদের চামড়া ছড়ে গেছে।

তিনি বলেন, ‘এটি ভয়ঙ্কর, হৃদয়বিদারক ছিল। হতাহতরা চেতনা হারানোর আগে চিৎকার করছিল।’

ছয়টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে, ভারতের এনডিটিভি নেটওয়ার্ক জানিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন