যে মামলায় শাকিল ও ফারজানাকে গ্রেপ্তার দেখানো হলো
শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত
আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে এই দম্পতি টার্কিশ এয়ারল্যাইন্সের এক বিমানে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাচ্ছিলেন। কিন্তু এসবির ক্লিয়ারেন্স না থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটকে দেয়।
আজ বুধবার (২১ আগস্ট) তাদের আটক করা হয়। পরে বিকেলে উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় শাকিল ও ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
শাকিল আহমেদ ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।
ডিএমপি জানায়, ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।