Logo
Logo
×

সংবাদ

১১ ঘণ্টা ধরে নিউমার্কেট থানায় প্রিয়র পরিবার, তারপরও মামলা নথিভুক্ত করছে না পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০৯ এএম

১১ ঘণ্টা ধরে নিউমার্কেট থানায় প্রিয়র পরিবার, তারপরও মামলা নথিভুক্ত করছে না পুলিশ

সাংবাদিক তাহির জামান প্রিয় (২৮) রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। তবে নিউমার্কেট থানা এ ঘটনায় তার পরিবারের হত্যা মামলা নথিভুক্ত করছে না। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত থানায় অবস্থান করার পরও মামলা নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রিয়র মা শামসি আরা।

শামসি আরা বলেন, আমার মেয়ে তাসফিয়া আলমসহ কয়েকজন বন্ধু নিউমার্কেট থানায় যান। তবে মামলা নিচ্ছে না বলে জানতে পেরেছি। 

প্রিয়র বোন তাসফিয়া আলম বলেন, ১১ ঘণ্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি। কিন্তু পুলিশ মামলাটি নথিভুক্ত করছে না। তারা বলছে, আমরা অভিযোগ থেকে ওসি এবং সহকারী কমিশনারের নাম বাদ দিতে। তাদের নাম বাদ দিলে তারা মামলা নেবে।

তাসফিয়া আলম আরও বলেন, প্রিয় হত্যা মামলার অভিযোগে তারা ৭ আসামির উল্লেখ করেছেন। তাদের মধ্যে নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) মো. রেফাতুল ইসলামের নাম আছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডেপুটি কমিশনার (রমনা জোন) মোহাম্মদ আশরাফ ইমাম এবং ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) হাফিজ আল আসাদ নাম রয়েছে।

এদিকে পুলিশ মামলা নথিভুক্ত না করায় প্রিয়র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নিয়েছে।

মামলা না নেওয়ার বিষয়ে জানতে সহকারী কমিশনার রেফাতুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। বিলম্বের জন্য ক্ষমা চাইছি। থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন