Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেল ২৫ আগস্ট থেকে চালু হতে পারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৩১ পিএম

মেট্রোরেল ২৫ আগস্ট থেকে চালু হতে পারে

মেট্রোরেল: ফাইল ছবি

আগামী ২৫ আগস্ট (রবিবার) থেকে মেট্রোরেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক মেট্রোরেল স্টেশন পরিদর্শন করে এ কথা জানান। এর আগে অবিচার ও বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি থেকে কাজে ফেরেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাত শতাধিক কর্মচারী।

পরিদর্শনকালে সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও কাজীপাড়া ও মিরপুর-১০ মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। সচিব এই দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন