আওয়ামী লীগ সরকারের ব্যাপক দলীয়করণ ভাঙতে এবার সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাছাড়া অনেক জেলা প্রশাসক নিজেরাই তাদের পদ ছাড়তে চাইছেন। আজ মঙ্গলবারই (২০ আগস্ট) তাদের প্রত্যাহার করা হবে। এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে।
সূত্র বলছে, গতকাল সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য।
ইতোমধ্যেই সরকার সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে। বিভিন্ন পদের রদবদল করেছে।
সূত্র বলছে, আন্দোলনের প্রেক্ষাপটে অনেক জেলা প্রশাসক দায়িত্ব পালনে অনীহার কথা জানিয়েছেন। অনেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ডিসি-এসপিদের প্রত্যাহারের দাবিও রয়েছে। এসব কারণে জেলা প্রশাসকদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।