ঢাবি গ্রন্থাগার
১৯৭২-৭৫ সালের পত্রিকা এক যুগ পর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে থাকা ১৯৭২-৭৫ সালের পত্রিকাগুলোর ‘হার্ড কপি’ (ছাপা কাগজ) এক যুগ ধরে পড়তে পারতেন না কেউ। সেগুলো পড়া এতদিন শিক্ষার্থীদের জন্য অলিখিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা অঘোষিতভাবে সবার জন্য সেগুলো পড়া আবার উন্মুক্ত করা হয়েছে। এখন ওই চার বছরের পত্রিকা সবাই দেখতে ও পড়তে পারছেন।
জানা গেছে, ‘টেকনিক্যাল কারণ’ দেখিয়ে ২০১২-১৩ সালের দিকে পত্রিকার হার্ড কপি শিক্ষার্থীদের জন্য অলিখিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সময়ে শিক্ষার্থী, সাংবাদিক ও গবেষকদের এসব পত্রিকার ছাপা অংশের স্ক্যান করা কপি প্রিন্ট করে দেওয়া হতো। কেউ চাইলেও এর মূল কপি দেখতে পেত না।