Logo
Logo
×

সংবাদ

মাস পেরিয়ে প্রাণ খুলল শিক্ষা প্রতিষ্ঠানে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১১:০৭ এএম

মাস পেরিয়ে প্রাণ খুলল শিক্ষা প্রতিষ্ঠানে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বন্ধ করে রাখা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এক মাসের অচলাবস্থা কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছে শ্রেণিকক্ষগুলো।

আজ রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সব শিক্ষা প্রতিষ্ঠন।

গত ১৬ জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো। একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

আজ সর্বস্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা।

গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেয়। 

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের শিক্ষার্থী পরিবহনে যানবাহনগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য এসএমএস দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পালা বদল হয় ক্ষমতার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন