Logo
Logo
×

সংবাদ

‘৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম

‘৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়কার একটি চিত্র। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। আজ থেকে এর কাউন্ট ডাউন শুরু হবে।

আজ শনিবার (১৭ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ডা. আহমেদুল কবীর বলেন, আহতদের যারা এখনও হাসপাতালে ভর্তি আছে তারা প্রত্যেকেই মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আন্দোলনে আহতদের কাছ থেকে বিল না রাখার জন্য সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে কোনো মধ্যসত্ত্বভোগী থাকবে না। সরকারি হাসপাতালের বাইরে রোগীকে কোনো পরীক্ষা বা ওষুধ কিনতে হবে না।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বলেন, আন্দোলনকারীদের যাবতীয় চিকিৎসা খরচ সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে বহন করতে হবে। হাসপাতালের ভেতরের নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেসরকারি হাসপাতালগুলো আহতদের থেকে লাখ লাখ টাকা বিল নিয়েছে। সেই টাকাও ফেরত দিতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন