Logo
Logo
×

সংবাদ

সাবেক দুই এমপি আশুলিয়ায় আন্দোলনে হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম

সাবেক দুই এমপি আশুলিয়ায় আন্দোলনে হত্যা মামলার আসামি

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের মধ্যে আছেন আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

থানার ওসি এএফএম সায়েদ জানান, আশুলিয়ার বাইপাইলে নিহত আস-সাবুরের চাচাত ভাই সাহিদ হাসান ওরফে মিঠু শুক্রবার রাত সাড়ে ১১টায় এই মামলা করেন।

ওসি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোর আস-সাবুর  নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে শাহীন স্কুলের দশম শ্রেণিতে পড়ত সাবুর।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভূইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম ভুঁইয়া।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন