প্রধান উপদেষ্টা 'ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ' সম্মেলনে যোগ দিলেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ভারতে অনুষ্ঠিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সম্মেলনে যোগ দেন।
শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বৈশ্বিক অনুষ্ঠান।
উদ্বোধনী অধিবেশনটি বিভিন্ন দেশের সরকারপ্রধান পর্যায়ে হয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী নেতাদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার’।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস' দর্শনের সম্প্রসারণ হিসাবে এই অনন্য উদ্যোগটি শুরু হয়েছিল। এটি মূলত ভারতের বসুদেব কুটুম্বকমের দর্শন।
এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্রিত করার পরিকল্পনার অংশ।
ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস) এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। তবে দুটো সামটই ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়েছিল।
শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল।
এই দুটি শীর্ষ বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর নেতাদের কাছ থেকে পাওয়া ইনপুট এবং প্রতিক্রিয়া গত বছর ভারতের সভাপতিত্বে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি এবং আলোচনায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছিল। নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে নেতাদের ঘোষণাপত্রও রয়েছে সেটি।
একটি টেকসই ভবিষ্যতের জন্য তৃতীয় ভিওজিএসএস ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার’র সামগ্রিক প্রতিপাদ্য বিশ্বকে প্রভাবিত করে চলেছে। এটি অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করে চলা বিভিন্ন জটিল চ্যালেঞ্জ সংঘাত, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট, জলবায়ু পরিবর্তন সম্পর্কে পূর্ববর্তী শীর্ষ সম্মেলনগুলোতে হওয়া আলোচনাগুলোকে বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
শীর্ষ সম্মেলনে গ্লোবাল সাউথের দেশগুলো গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ, অগ্রাধিকার এবং সমাধান, বিশেষত উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করবে।
পূর্ববর্তী দুটি শীর্ষ সম্মেলনের মতো, তৃতীয় ভিওজিএসএস ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং নেতাদের অধিবেশন এবং মন্ত্রী পর্যায়ের অধিবেশন পদ্ধতিতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত প্রতিপাদ্যগুলোর সঙ্গে ১০টি মন্ত্রী পর্যায়ের অধিবেশন থাকবে:
১) 'গ্লোবাল সাউথের জন্য একটি অনন্য দৃষ্টান্ত চার্টিং' শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন
২) স্বাস্থ্যমন্ত্রীদের 'এক বিশ্ব-এক স্বাস্থ্য' শীর্ষক অধিবেশন
৩) 'উন্নত ভবিষ্যতের লক্ষ্যে যুব সম্পৃক্ততা' শীর্ষক যুব মন্ত্রীদের অধিবেশন
৪) বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের 'ট্রেড ফর ডেভেলপমেন্ট- পারসপেক্টিভস ফ্রম গ্লোবাল সাউথ' শীর্ষক অধিবেশন
৫) তথ্য-প্রযুক্তি মন্ত্রীদের 'উন্নয়নের লক্ষ্যে ডিপিআই – এ গ্লোবাল সাউথ অ্যাপ্রোচ' শীর্ষক অধিবেশন
৬) 'পিপল সেন্ট্রিক অ্যাপ্রোস টু গ্লোবাল ফাইন্যান্স’ শীর্ষক অর্থমন্ত্রীদের অধিবেশন
৭) 'গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স' শীর্ষক দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন
৮) 'সাসটেইনেবল এনার্জি সলুশ্যনস ফর এ সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক জ্বালানি মন্ত্রীদের অধিবেশন
৯) ‘প্রায়রিটাইজিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট: এ গ্লোবাল সাউথ পারসপেক্টিভ’ শীর্ষক শিক্ষামন্ত্রীদের অধিবেশন
১০) 'পাথওয়েস ফর প্রোগ্রেস- এ গ্লোবাল সাউথ পার্সপেকটিভ অন মিটিগেট ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক পরিবেশমন্ত্রীদের অধিবেশন