আগামী কাল শনিবার (১৭ আগস্ট) চালু হচ্ছে না মেট্রোরেল। গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আবদুর রউফ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ১১ আগস্ট মেট্রোরেল পরীক্ষানিরীক্ষা শেষ করে সাত দিনের মধ্যে চালু করার নির্দেশ দেয়। কিন্তু কারিগরি পরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষানিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪টি স্টেশনে মেট্রোরেল চালুর কথা ছিল। কিন্তু পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। এজন্য কর্তপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
তবে পরীক্ষা-নিরীক্ষা কেন শুরু করা যায়নি তা বলেনি তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই ভাঙচুর হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রোবেল।