Logo
Logo
×

সংবাদ

অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে চায় জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম

অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে চায় জাতিসংঘ

অন্তর্বর্তী সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করতে চায় জাতিসংঘ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এক প্রশ্নের জবাবে বলেছেন, 'বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়ে আপনি যা বলেছেন সে সম্পর্কে আমি নির্দ্বিধায় নিশ্চিত করতে পারি যে, প্রয়োজন অনুযায়ী আমরা অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করতে চাই।’

তিনি বলেন, জবাবদিহি ও ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আলোচনা করেছেন।

ফারহান বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সহায়তার ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনার জন্য একটি দল আগামী সপ্তাহে ঢাকা সফর করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর ইউএনআরসি তদন্ত সম্পর্কে সাংবাদিকদের বলেন, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিং করবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন