Logo
Logo
×

সংবাদ

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আরও বাড়ছে, কাল শপথ

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আরও বাড়ছে, কাল শপথ

গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।

আরও কয়েকজন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন বলে জানা গেছে। নতুন উপদেষ্টারা আগামীকাল শুক্রবার শপথ নেবেন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। 

উপদেষ্টার সংখ্যা আরও ৪ থেকে ৫ জন বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নতুন করে কে কে উপদেষ্টা হচ্ছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কয়জন উপদেষ্টা হবেন, সেটা তাঁরা জানেন না। উল্লেখ্য, এ ধরনের ক্ষেত্রে সব সময়ই অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

এর আগে গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ওইদিন শপথ নেন সরকারের আরও ১৩ উপদেষ্টা। পরে শপথ নেন আরও তিনজন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন