দেশের সব থানার অপারেশনাল কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার সবগুলোর অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার সবগুলো এবং জেলার ৫২৯টি থানার সবগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।