Logo
Logo
×

সংবাদ

১০ দিন পর হঠাৎ টুইটারে সক্রিয় আরাফাত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:২৭ এএম

১০ দিন পর হঠাৎ টুইটারে সক্রিয় আরাফাত

৫ আগস্টের ১০ দিন পর এক্সে (সাবেক টুইটার) সক্রিয় হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মোহাম্মদ আলী আরাফাত। বুধবার (১৪ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তিনি একটি টুইট করেন। এরপর রাত ৩টা পর্যন্ত আরও দুটি টুইট করেন। এর দুটিতে তিনি বরাবরের মতো আন্দোলনের জন্য নানারকম দোষারোপ করেন।

তবে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনাও করেন। পাশাপাশি ১৫ আগস্ট নিহত হওয়া সবার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, 'আমরা ছিলাম, আছি, থাকব।' তবে তিনি কোথায় আছেন তা জানাননি। কৌশলগত কারণে আড়ালে আছেন বলে জানিয়েছেন। 

তৃতীয় টুইটে শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেন।

৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পর থেকে যোগাযোগ বিছিন্ন রয়েছেন সাবেক এ সাংসদ। এরপর গুঞ্জন উঠে তিনি ফরাসি দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসায় অবস্থান করছেন। 

বুধবার ফরাসি দূতাবাস জানায়, তিনি তাদের কাছে নেই। এমন তথ্য প্রকাশের পর তিনি টুইট করলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন