আদালতে বিক্ষুব্ধ জনতা সালমান ও আনিসুলের দিকে ডিম ছুড়ল
ছবি: সংগৃহীত
আদালতে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে তাদেরকে ঢাকার সিএমএম আদালত থেকে বের করার সময় উত্তেজিত জনতা তাদের ওপর ডিম নিক্ষেপ করে। এসময় জুতা ও ঝাড়ুও প্রদর্শন করেন উত্তেজিত জনতা।
এর আগে রাজধানীর সায়েন্সল্যাবে হকার নিহতের ঘটনায় তাদের দুজনকে আসামি করা হয়। হকার শাহজাহান হত্যায় তার মা বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এই মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মন্ত্রী-এমপির মতো এই দুজনও আত্মগোপনে চলে যান। এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয়। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকেসহ আনিসুল হককে গ্রেপ্তারের তথ্য জানায়।