সালমান ও আনিসুরের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম
শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন তারা। এরপর পুলিশের মাধ্যমে তাদের রাত ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনি।
জানা গেছে, সালমান এফ রহমান এবং আনিসুল হক রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয় তাদের।