আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
বিচার বিভাগের সবাইকে ১০ কর্ম দিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।
এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথাও জানান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। ওই সব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে।
আসিফ নজরুল আরও বলেন, যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুম দাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে।