Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগ নেতারা কেন সেনা আশ্রয়ে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:০৭ এএম

আওয়ামী লীগ নেতারা কেন সেনা আশ্রয়ে

মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ধর্ম বা জাতি নির্বিশেষে যাদের জীবন বিপন্ন ছিল সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সেনানিবাসে তিনি বলেন, সেনাবাহিনী এই ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো বিচারবহির্ভূত পদক্ষেপ প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিমানবন্দর বা সীমান্ত চৌকি থেকে আটক আওয়ামী লীগ নেতাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, যাদের জীবন বিপন্ন হওয়ার হুমকি রয়েছে তাদের সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কিছু সংস্কার বাস্তবায়ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। তাদের এই লক্ষ্য অর্জন সমর্থন করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

জেনারেল ওয়াকার আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং এখন নিয়ন্ত্রণে আছে।

গণমাধ্যম থেকে পাওয়া সমর্থনের কথা স্বীকার করে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

পুলিশ সম্পর্কে তিনি বলেন, পুলিশ বর্তমানে কিছুটা চাপের মধ্যে রয়েছে। তবে ধীরে ধীরে কার্যকরভাবে তাদের দায়িত্ব পুনরায় শুরু করছে। সেনাবাহিনী পুলিশকে নিরাপত্তা দিচ্ছে এবং পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে। ততদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন