Logo
Logo
×

সংবাদ

শপথ নিলেন ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম

শপথ নিলেন ফারুক-ই-আজম

শপথ অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। 

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রবিবার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকায় শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে পৌঁছেছেন।

একাত্তরে চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটে সাব-কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম। চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম তার।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশে ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন