ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলি, আহত ৫
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকটির চার কর্মকর্তাসহ পাঁচজন।
আহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাংক কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকি বিল্লাহ ও গুদামের নিরাপত্তাকর্মী শফিউল্লাহ সরদার। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র জানায়, সকালে 'বৈষম্যবিরোধী ব্যাংকার সোসাইটি'র ব্যানারে কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করার চেষ্টা করছিলেন।
এসময় এস আলম গ্রুপের অধীনে কর্মরত কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের সমাবেশে যেতে বাধা দিলে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে পাঁচজন আহত হন।
এ ঘটনার পর ব্যাংকে ও এর আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে বারবার চেষ্টা করেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।