Logo
Logo
×

সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ তিন দৈনিক পত্রিকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ তিন দৈনিক পত্রিকা

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নাঈমুল ইসলাম খানের তিনটি  দৈনিক পত্রিকা। পত্রিকা তিনটি হলো- আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম।

আজ শুক্রবার (০৯ আগস্ট) পত্রিকা তিনটির প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পত্রিকা তিনটির মালিক ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক নাঈমুল ইসলাম খান।

উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যান। এরপরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজ ও ডিবিসি নিউজের ভবনে হামলা করে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। 

অন্যদিকে, শেখ হাসিনার পদত্যাগের আগের দিন গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন