Logo
Logo
×

সংবাদ

ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:৪২ এএম

ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

চুয়াডাঙ্গায় রাত জেগে পাহারা দিচ্ছেন একদল যুবক। ছবি : ইন্টারনেট

পুলিশ না থাকায় ডাকাতির আতঙ্কে ভুগছে দেশ। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। তারা বলছেন, তারা রাতে ঘুমাতে পারছেন না। ছাত্র আন্দোলনে সরকার পতনের পর পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় এই সংকট।

গত দুই দিন ধরেই ঢাকার বেশ কিছু এলাকা থেকে খবর এসেছে, তাদের এলাকায় ডাকাত পড়েছে। কেউ সেই ডাকাত স্বচক্ষে দেখেছেন বলে জানাচ্ছেন, কেউ আবার কেবলই শুনেছেন বলে দাবি।

কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চিলে কান নিয়েছে শুনে দৌঁড়াবেন না। তারা বিষয়টাকে গুজব বা আতঙ্ক ছড়ানোর কৌশল মনে করছেন।

বিবিসি বাংলায় খবর এসেছে, বিবিসি প্রতিনিধি অন্তত ১৫ জনের সাথে ডাকাতি বিষয়ে কথা বলেছেন। তারা সকলেই কাল রাতে বিভিন্ন সময়ে ফেসবুকে সাহায্য চেয়ে বা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পোস্ট করেছেন। কেউ কেউ বিভিন্ন গ্রুপেও তাদের মতামত জানিয়েছেন।

এদের বাইরেও অনেকেই অনলাইন ও অফলাইনে বলেছেন, গত রাতে তাদের এলাকার মসজিদগুলো থেকে জনসচেতনার উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে।

যেসব এলাকা থেকে ডাকাতির খবর/আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর বেশি পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কালশী, ইসিবি চত্বর, আশকোনা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন