বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেছে।বৃহস্পতিবারই তাদের পদত্যাগ চায় কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে েএই বিচারপতিদের পদত্যাগ করতে বলা হয়।
কোটা সংস্কারের দাবির ধারাবাহিকতায় আন্দোলনে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করার পর অসহযোগ আন্দোলন এবং তারপর শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে যান শেখ হাসিনা।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এই বিচারপতিদের নিয়োগ দেন।