Logo
Logo
×

সংবাদ

সদরঘাটের চাঁদাবাজকে ছাড়াতে আসেন চাঁদপুরের ওয়ার্ড ‘যুবদল নেতা’, সেনাবাহিনীতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম

সদরঘাটের চাঁদাবাজকে ছাড়াতে আসেন চাঁদপুরের ওয়ার্ড ‘যুবদল নেতা’,  সেনাবাহিনীতে সোপর্দ

চাঁদাবাজ ও যুবদল নেতা পরিচয় দেওয়া হাসান। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার লালকুঠি ঘাট সংলগ্ন এলাকায় চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। পরে ওই চাঁদাবাজকে ক্যাম্পাসে নিয়ে আসা হলে তাকে ছাড়াতে আসেন চাঁদপুর শহরের ওয়ার্ড যুবদল নেতা পরিচয় দেওয়া হাসান নামে এক ব্যক্তি। এসময় উভয়কে সেনাবাহিনীর হাতে তুলে দেন জবি শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল সাড়ে ৫টায় লালকুঠি ঘাটে চাঁদাবাজরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা ৭ জন কলিজিয়েট স্কুলের শিক্ষার্থীদের ওপর  হামলা করে। খবর পেয়ে জবি শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে তুলে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সদরঘাটে শরবত বিক্রি করা দুই ভাই শিক্ষার্থীদের কাছে একজন চাঁদাবাজের খোঁজ দেয়। পরে তাকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে চাঁদাবাজকে ছাড়াতে আসেন আরেক ব্যক্তি। পরবর্তীতে তাদের উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এদিকে হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরে বলে জানা যায়। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে চাঁদাবাজের পরিচয় জানা যায়নি।

ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন সংবাদমাধ্যমকে বলেন, আমরা কয়েকজন শিক্ষার্থীরা সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছিলাম। চাঁদাবাজি করতে দেখলে আমরা প্রতিবাদ করি। পরে আমাদের তারা ঘিরে ধরে। আমাদের গালি দেয়। পরে দ্রুত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের চাঁদাবাজির ঘটনাটি বলি। তারা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাজকে ধরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সমন্বয়কদের সিদ্ধান্তক্রমে কিছু শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর কাজ করছিল। তাদের আটকে রেখেছিল কিছু চাঁদাবাজ। জানতে পেরে আমরা তাকে নিয়ে উদ্ধার করি। সঙ্গে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসি। চাঁদাবাজকে ছাড়াতে আসে আরেকজন ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজের পরিচিত বলে দাবি করে। পরে আবার অস্বীকার করে। পরবর্তীতে উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন