Logo
Logo
×

সংবাদ

কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম

কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

কাশিমপুর কারাগার

২০৯ জন বন্দি পালিয়ে গেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। আর পালানোর সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছেন ৬ বন্দি। আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। 

নিহত বন্দিরা হলেন মো. জিন্নাহ (২৯), আযলাখ হোসেন (২৭), আফজাল হোসেন (৬৩), স্বপন শেখ কালু (৪৫), রাধেশ্যাম হরিজন (৬৭) ও ইমতিয়াজ পাভেল (২৭)। 

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা গতকাল মঙ্গলবার বিদ্রোহ করেন। এ সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের বাধা দিলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। তাদের মারধর করে বন্দিরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে পাইপ লাগিয়ে পালিয়ে যেতে চান। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার আরও জানান, তবে এরমধ্যে ২০৯ জন বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জনের নিহত হয়েছেন। তাদের লাশ মরদেহ ময়নাতদন্ত করাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার সকাল সকালে কারাগারের ভেতরে স্থানীয়রা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান। খবর পেয়ে সকাল ১০টার পর কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হয়ে বিক্ষোভ করে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন