বাংলাদেশ নিয়ে উসকানি, পশ্চিমবঙ্গ পুলিশের সতর্কবার্তা
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজ্যের কিছু টেলিভিশন চ্যানেলে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সংস্থাটি আহ্বান জানিয়ে বলেছে, শান্তিতে থাকুন, শান্তি বজায় রাখুন।
মঙ্গলবার রাতে এক বার্তায় পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, ‘কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী।’
তারা টেলিশভিশনের দর্শকদের অনুরোধ জানিয়ে বলেছে, ‘এই ধরণের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন, এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না।’