গতকাল সোমবার বিকেলে ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বন্দরটির নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।