দীর্ঘ অস্থিরতার পর আজ মঙ্গলবার সকাল থেকে খুলছে সব অফিস-আদালত। এর আগে গতকাল বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত, আধাসায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে বলে বিজ্ঞপ্তি দেয় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আইএসপিআর এই সিদ্ধান্তের কথা জানায়।
গণ আন্দোলনে অশান্ত ঢাকায় ক্ষমতার পালা বদল, সংঘাত আর আতঙ্ক পেরিয়ে শান্ত সকালে দেখা গেছে, রাতের কারফিউয়ের সময় শেষ হওয়ায় মঙ্গলবার ভোর থেকে রাস্তায় বাসসহ গণপরিবহন চলতে শুরু করেছে, ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছেন, অফিসগামীরা অফিসে যাচ্ছেন।