বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার প্রস্তাব
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোর্চার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার দিবাগত রাত চারটার দিকে এক ভিডিও বার্তায় একথা জানান।
এতে তিনি আরও জানান, ড. ইউনূসও তাদের প্রস্তাবে সম্মত আছেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সকালেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। সরকারের বাকি সদস্যদের নাম সকালে ঘোষণা করা হবে।
একই সঙ্গে তিনি সহিংসতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।
বর্তমানে একটি গোষ্ঠী গণঅভ্যুত্থানকে নস্যাতের চেষ্টা করছে বলে নাহিদ উল্লেখ করেন। এজন্য গভীর রাতে সরকার প্রধানের নাম ঘোষণা করা হলো বলে তিনি জানান। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।