Logo
Logo
×

সংবাদ

ড. ইউনুস দেশে ফিরেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম

ড. ইউনুস দেশে ফিরেছেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে প্যারিসের অলিম্পিক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান ড. ইউনূস, তখন দেশে সহিংস চলছিল। 

তার আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ড. ইউনূস পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সাত উপদেষ্টার একজন তিনি। তার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।

ব্যারিস্টার মামুন আরও বলেন, তিনি দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে বলেছিলন। এজন্য তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। তিনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছিলের। এটা শুধু তিনি নন, বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে। অথচ তখন রাষ্ট্রদ্রোহ হয় না। আর ড. ইউনূস বলায় তা রাষ্ট্রদ্রোহ হয়। তাই তিনি দেশে আসেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন