Logo
Logo
×

সংবাদ

১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হবেন : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১১:০৪ এএম

১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হবেন : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বেলা ১১টার মধ্যে শহীদ মিনারে সবাইকে সমবেত হতে বলেছেন। 

গতকাল রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, ‘ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে বেলা ১১টা থেকে। শহীদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।’

আসিফ মাহমুদ বলেন,‘শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাব, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন