নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় সকাল ৯টার দিকে অন্তত তিনটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পরে এসব কারখানার পাশাপাশি আশপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে বিসিক শিল্পনগরে দিকে আন্দোলনকারীরা গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানকার মালিক সমিতি।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কায়েমপুর এলাকায় সকালে বহিরাগত লোকজন প্রথমে ইউরোটেক্স কারখানায় হামলা করে শ্রমিকদের বের করে দেয়। পরে শ্রমিকদের একটি অংশ তাদের সঙ্গে যুক্ত হয়। পরে পরিস্থিতি অবনতি হতে থাকলে আমরা বিসিকের সব কারখানা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। বিসিকে আড়াই লাখ শ্রমিক কাজ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের সহায়তা চেয়েছি। তবে সেভাবে সহায়তা না পাওয়ায় বিসিকের সব কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।