Logo
Logo
×

সংবাদ

সব উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

সব উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী অসহযোগ আন্দোলন ঘোষণার পর দেশে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে গণভবনে এ বৈঠক করেন তিনি।

এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক এক দফা দাবি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সব হল শিক্ষার্থীদের জন্য খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বৈঠকে কী আলাপ হয়েছে তা জানা যায়নি।

কোটা আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে, দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর, ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘোষণার পর, প্রধানমন্ত্রীর পদত্যগের মতো এক দফা দাবি ওঠার পর, প্রধানমন্ত্রী এই বৈঠক ডাকলেন। এর আগে প্রধানমন্ত্রী আলোচনায় বসার আহ্বান জানান।সূত্র: ইউএনবি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন