Logo
Logo
×

সংবাদ

অসহযোগ আন্দোলন: শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

Icon

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:২৫ এএম

অসহযোগ আন্দোলন: শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

ছবি সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধীদের দেওয়া সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থরে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রবিবার (৪ আগস্ট) সকাল থেকে কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় এক দফার স্বপক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদেরও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। 


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন