Logo
Logo
×

সংবাদ

আন্দোলনকারীদের কর্মসূচির সঙ্গে চরমোনাই পীরের সংহতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম

আন্দোলনকারীদের কর্মসূচির সঙ্গে চরমোনাই পীরের সংহতি

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংহতি প্রকাশ করছে। সেইসাথে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার ও জুলুম-শোষণের বিরুদ্ধে 'একদফা' তথা সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৫ আগস্ট সোমবার বেলা ১১টায় ঢাকায় গণমিছিল করবে দলটি।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ থেকে এই সংহতি ও কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে বায়তুল মোকাররম উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে দলটি। সেখানেই দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ঢাকাসহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। 

এরপরে প্রেসক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মধ্যে মিছিল শেষ হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন