Logo
Logo
×

সংবাদ

সমন্বয়ক আরিফ সোহেলের জামিন, শিক্ষক আসিফ মাহতাবের নামঞ্জুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

সমন্বয়ক আরিফ সোহেলের জামিন, শিক্ষক আসিফ মাহতাবের নামঞ্জুর

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা, আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে একই মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জামিন দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এসব আদেশ দেন।

ডিবি পুলিশ ছয় দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আরিফ সোহেলের জামিন মঞ্জুর করেন এবং আসিফ মাহতাবের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৯ জুলাই ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন তাদের গ্রেপ্তার করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন